১৪৯ রানেই শেষ নিউজিল্যান্ড
প্রকাশ: ২০১৭-০৩-০৪ ১১:২৪:১১
প্রথম চার ম্যাচ শেষে নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ওয়ানডে সিরিজে ২-২ সমতা। অকল্যান্ডে আজ শেষ ম্যাচটি তাই সিরিজ নির্ধারণী। কিন্তু সেই ম্যাচে আগে ব্যাট করতে নেমে মাত্র ১৪৯ রানেই গুটিয়ে গেছে নিউজিল্যান্ডের ইনিংস। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথমে ব্যাট করে এটাই নিউজিল্যান্ডের সর্বনিম্ন রান!
অকল্যান্ডের ইডেন পার্কে টস হেরে ব্যাট করতে নেমে দলের ১৭ রানেই আগের ম্যাচের সেঞ্চুরিয়ান মার্টিন গাপটিলকে হারায় নিউজিল্যান্ড। কাগিসো রাবাদার বলে বোল্ড হওয়ার আগে গাপটিল করেন ১৬ বলে ৪ রান। একটা পর্যায়ে ৭২ রানেই প্রথম ৫ উইকেট হারিয়ে বিপদে পড়ে স্বাগতিকরা। ওপরের দিকের পাঁচ ব্যাটসম্যানের মধ্যে দুই অঙ্ক ছুঁয়েছেন কেবল ডিন ব্রনলি (২৪)।
দলীয় ৮৭ রানে ব্যক্তিগত ২৪ রান করে ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে ফেরেন জিমি নিশামও। সপ্তম উইকেটে ৪৫ রানের জুটি গড়েছিলেন মিচেল স্যান্টনার ও কলিন ডি গ্র্যান্ডহোম। কিন্তু এ জুটি ভাঙার পর দ্রুতই বাকি ৩ উইকেট হারিয়ে ৪১.১ ওভারে ১৪৯ রানেই অলআউট হয়ে যায় স্বাগতিকরা। শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে গ্র্যান্ডহোম করেন সর্বোচ্চ ৩২ রান। স্যান্টনার করেন ২৪ রান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ব্যাট করে নিউজিল্যান্ডের আগের সর্বনিম্ন ছিল ১৫০ রান, ১৯৯৪ সালে পার্থে।
২৫ রানে ৩ উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার সেরা বোলার রাবাদা। তবে রেকর্ড বুকে নাম লিখিয়েছেন স্পিনার ইমরান তাহির। ১০ ওভারে মাত্র ১৪ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন তিনি। ইকোনমি রেট ১.৪০! যেটি দক্ষিণ আফ্রিকার কোনো স্পিনারের সেরা ইকোনমি। পেস-স্পিন মিলিয়ে হ্যানসি ক্রোনিয়ের সঙ্গে যৌথভাবে চতুর্থ সেরা। ওপরের দিনটি স্থানই পেসার শন পোলকের।