ইরাকি সেনার আক্রমণে হার স্বীকার করল ISIS

প্রকাশ: ২০১৭-০৩-০৪ ১৩:১২:৪৮


issইরাকি সেনার আক্রমণে অবশেষে হার স্বীকার করে নিল জঙ্গিগোষ্ঠী ISIS। সংগঠনটির প্রধান আবু বকর আল বাগদাদি তার ‘বিদায়ী ভাষণে’ ISIS ‌যোদ্ধাদের ইরাক ছেড়ে পালানোর পরামর্শ দেয়। পাশাপাশি যারা তাতে ব্যর্থ হবে তাদের জন্য বাগদাদির পরামর্শ, নিজেদের খতম করে দাও।

ইরাকের মসূল সহ দেশের বিভিন্ন জায়গায় ক্রমশ ইরাকি সেনাবাহিনী তাদের অভি‌যান তীব্র করার ফলে প্রবল চাপে পড়ে যায় ISIS। সংবাদ মাধ্যমে জানা যায়, গতকাল বাগদাদি তার ‌যোদ্ধাদের ইরাক ছেড়ে চলে ‌যাওয়ার নির্দেশ দিয়েছে। এছাড়াও ইরাকে সংগঠনের সব দফতর বন্ধ করে দেওয়ারও নির্দেশ দেয় বাগদাদি। এই জঙ্গি নেতা বর্তমানে ইরাকেই বসবাস করছেন। ২০১৪ সালে নিজেকে খলিফা বলে ঘোষণা করে বাগদাদি। তারপর থেকেই তার নির্দেশেই ইরাকে কার্যকলাপ চালাচ্ছে ISIS। সূত্র: জিনিউজ টুয়েন্টিফোর।