শাজনীন হত্যা: শহীদুলের মৃত্যুদণ্ডাদেশ বহাল
প্রকাশ: ২০১৭-০৩-০৫ ১৬:২৪:৩০
রাজধানীর গুলশানের নিজ বাড়িতে শাজনীন তাসনিম রহমানকে ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত শহীদুল ইসলামের রিভিউ আবেদন খারিজ করে দিয়েছে আপিল বিভাগ। ফলে শহীদুলের মৃত্যুদণ্ডের রায় বহাল থাকল বলে জানিয়েছেন আইনজীবীরা।
আজ রবিবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের তিন সদস্যের বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে আসামিপক্ষে শুনানি করেন আইনজীবী এস কে সাহা।
এর আগে গত বছরের ২ আগস্ট শাজনীন হত্যা মামলায় শহীদুলের মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখে আপিল বিভাগ।