নব্য জেএমবির বড় মিজান রিমান্ডে

আপডেট: ২০১৭-০৩-০৫ ১৭:৫৯:৪৪


Mizanনব্য জেএমবির ‘অস্ত্র ও বিস্ফোরক সরবরাহকারী’ মিজানুর রহমান ওরফে বড় মিজানের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আজ রবিবার ঢাকার মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস এই আদেশ দেন।
রাজধানীর দারুসসালাম থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় গত ১ মার্চ বড় মিজানকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের উপপরিদর্শক দেলোয়ার হোসেন। ওই দিন আদালত রিমান্ড শুনানির জন্য আজ রবিবার দিন ধার্য করে আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।