উত্তর কোরিয়া-মালয়েশিয়ার পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা
প্রকাশ: ২০১৭-০৩-০৭ ১১:২২:১৩
মালয়েশিয়ার কুয়ালালামপুর বিমানবন্দরে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের সৎ ভাই কিম জং ন্যাম হত্যাকাণ্ডে দুই দেশের মধ্য রাজনৈতিক উত্তেজনার পারদ আরেক ধাপ চড়েছে।
উত্তর কোরিয়া তাদের দেশে অবস্থান করা মালয়েশিয়ার নাগরিকদের বাহিরে ভ্রমণ নিষিদ্ধ করেছে। দেশটির সকরার বলেছে, ন্যাম হত্যাকাণ্ডের রহস্যের সমাধান না হওয়া পর্যন্ত এখানে অবস্থান করা মালয়েশিয়ার কোনো নাগরিক নিজ দেশ বা অন্য কোনো দেশে যেতে পারবে না।
জবাবে মালয়েশিয়া সেই দেশে অবস্থান করা উত্তর কোরিয়ার কূটনীতিকদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে।
স্টার অনলাইনের খবরে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আহমদ জাহিদ হামিদির বরাত দিয়ে বলেছে, মালয়েশিয়া এটি করতে চায়নি, তবে এই পদক্ষেন নেওয়ার কোনো বিকল্পও ছিল না তাদের সমানে।
উল্লেখ, গত শনিবার মালয়েশিয়া উত্তর কোরিয়ার রাষ্ট্রদূতকে বহিষ্কার করার পর এর পাল্টা জবাব হিসেবে সোমবার মালয়েশিয়ার রাষ্ট্রদূতকেও বহিষ্কার করেছে উত্তর কোরিয়া।
এদিকে যে হত্যাকাণ্ড নিয়ে দুই দেশের মধ্যে এই উত্তেজনা সৃষ্টি হয়েছে সেই ন্যামের মহরদেহ বা পরিচয় সম্পর্কে উত্তর কোরিয়ার সরকারের তরফে কিছু বলা হয়নি এখনও।
তবে এই ঘটনায় করা মালয়েশিয়ার পুলিশের তদন্ত প্রতিবেদনকে ভিত্তিহীন বলেছে পিয়ংইয়ং। আর কুয়ালালামপুর বরাবর বলে আসছে এই ঘটনায় উত্তর কোরিয়ার হাত আছে। এই ঘটনার প্রাথমিক তদন্ত শেষে আটক দুই নারীর বিরুদ্ধে মামলাও হয়েছে মালয়েশিয়ায়।