ত্রিশালে গাড়ী ভাংচুরের ঘটনায় মামলা, আটক ১

প্রকাশ: ২০১৭-০৩-০৭ ১৮:৫০:৩৫


ফাইল ছবি
ফাইল ছবি

ময়মনসিংহের ত্রিশালে মটর মালিক সমিতির সাধারন সম্পাদক আনারুলকে মারধর ও গাড়ি ভাংচুরের ঘটনায় ত্রিশাল থানায় মামলা হয়েছে। গনপিটুনিতে গ্রেফতার করা হয়েছে ঘটনার সাথে জড়িত জিলানী নামের একজনকে।

জানা যায়, গত সোমবার শ্রমিকদের কাছে টাকা দাবী করে জিলানী সহ কয়েকজন সহযোগী। মটর মালিক সমিতির সাধারন সম্পাদক টাকা দিতে অস্বীকার করায় সাধারন সম্পাদক আনারুলকে মারধর করে এবং লেগুনা ষ্ঠ্যান্ডে কয়েকটি গাড়ি ভাংচুর করে। এ ঘটনায় বিচারের দাবীতে শ্রমিক সংগঠনের নেতারা এক ঘন্টা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে।

পরে ত্রিশাল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিচারের আশ্বাষ দিলে বিক্ষুদ্ধরা অবরোধ প্রত্যাহার করে। এ সময় ঘটনার সাথে জড়িত জিলানীকে ত্রিশাল সাহিত্য সাংস্কৃতিক অফিস থেকে টেনে হিচরে নামিয়ে গনপিটুনি দেয় এবং পুলিশের কাছে সোপর্দ করে।

গতকাল মঙ্গলবার সকালে মটর মালিক সমিতির সাধারন সম্পাদক আনারুল বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ করে ও কয়েকজন অজ্ঞাত আসামী করে ত্রিশাল থানায় মামলা দায়ের করে।

মামলার তদন্তকারী অফিসার সেলিম আহমেদ জানান, গাড়ি ভাংচরের ঘটনায় একটি মামলা হয়েছে এবং একজনকে আটক করে আদালতে প্রেরন করা হয়েছে।

মটর মালিক সমিতির সাধারন সম্পাদক আনারুল জানান, কয়েকজন চাদাবাজ মিলে সাংবাদিকের কার্ড ঝুলিয়ে চাদাবাজি করে থাকে। তাদের চাদা থেকে চা দোকানদারও রেহায় পায়না। আর এসকল সাংবাদিক সিন্ডিকেটের কাছে জিম্মি হয়ে পরেছে ত্রিশাল উপজেলার নিরীহ জনগন। গত কয়েকদিন পূর্বে এসকল হলুদ সাংবাদিকদের বিরুদ্ধে মুক্তিযোদ্ধা ও আওয়ামীলীগ নেতারা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।