জাকির নায়েককে ভারতীয় গোয়েন্দা সংস্থা এনআইএর সমন

আপডেট: ২০১৭-০৩-০৯ ১১:৩৩:৪৪


zakirবিতর্কিত ইসলামী চিন্তাবিদ জাকির নায়েককে ১৪ মার্চ হাজির হওয়ার জন্য সমন পাঠিয়েছে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা দফতর (এনআইএ)।

এনআইএ জানিয়েছে, সন্ত্রাসবিরোধী আইনে জাকিরের বিরুদ্ধে চলা একটি মামলার প্রেক্ষিতে তাকে হাজিরার নির্দেশ দেয়া হয়েছে। এছাড়াও, জাকিরের প্রতিষ্ঠিত সংস্থা ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন-এর কর্মকর্তাদেরও হাজিরার নির্দেশ দেয়া হয়েছে। খবর সংবাদ প্রতিদিনের।

এনআইএ সূত্রে খবর, ৫১ বছর বয়সী জাকির নায়েকের মুম্বাইয়ের ঠিকানায় নোটিশ পাঠানো হয়েছে।

তবে জাকির নায়েক সেখানে থাকেন না। তদন্ত শুরু হওয়ায় গ্রেফতার এড়াতে সৌদি আরবে অবস্থান করছেন তিনি। ২০১৬ সালের নভেম্বরে জাকির নায়েক ও তার সংস্থার বিরুদ্ধে মামলা করে এনআইএ। তার বিরুদ্ধে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়িয়ে দেয়ার অভিযোগ আনা হয়। তার সংস্থা ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনকে বেআইনি ঘোষণা করেছে কেন্দ্র। আর্থিক দুর্নীতির মামলাও রয়েছে জাকির নায়েকের বিরুদ্ধে।

জাকির নায়েককে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) এর কর্মকর্তারা। জাকির নায়েক ইডি দফতরে হাজিরা না দিলে তার বিরুদ্ধে আদালতের কাছে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করবে ইডি।