চালক ঘুমে, দুই যাত্রী নিহত, আহত অর্ধশত
প্রকাশ: ২০১৭-০৩-১১ ১০:৪০:১৯
কুষ্টিয়ার মিরপুর উপজেলার সাতমাইল এলাকায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে। এতে দুজন নিহত ও কমপক্ষে ৫০ জন আহত হয়েছে।
শনিবার ভোররাত ৪টার দিকে কুষ্টিয়া-পাবনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজন হলেন আবদুল মজিদ ও উমেদ আলী। তাদের লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি। তাদের সবাইকে একই হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, বাসটি কুড়িগ্রাম থেকে পিরোজপুর যাচ্ছিল। পথে সাতমাইল এলাকায় চালক ঘুমিয়ে পড়ায় রাস্তার পাশে খাদে পড়ে যায় বাসটি। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। হাসপাতালে নেয়ার পর আরেকজনের মৃত্যু হয়।