১৬ শতাংশ নিট মুনাফা কমেছে ইউসিবির

প্রকাশ: ২০১৭-০৩-১১ ১১:০৬:৩১


ucb-newপুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকখাতের কোম্পানি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) নিট মুনাফা কমেছে। ৩১ ডিসেম্বর ২০১৬ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির কর ও প্রভিশন পরবর্তী মোট নিট মুনাফা হয়েছে ৩৩৩ কোটি ৩৩ লাখ টাকা। সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে।

৩১ ডিসেম্বর ২০১৫ সমাপ্ত হিসাব বছরে ব্যাংকটির কর ও প্রভিশন পরবর্তী মোট নিট মুনাফা ছিল ৩৯৭ কোটি ৭৩ লাখ টাকা। সেই হিসেবে আলোচ্য বছরে নিট মুনাফার পরিমাণ কমেছে ৬৪ কোটি ৪০ লাখ টাকা বা ১৬ দশমিক ১৯ শতাংশ।

ব্যাংকটির কর ও প্রভিশন পূর্ববর্তী মুনাফা হয়েছে ৭৯৪ কোটি ৪৩ লাখ টাকা। এই মুনাফার মধ্যে ব্যাংকটি খেলাপি ঋণের বিপরীতে প্রভিশন (নিরাপত্তা সঞ্চতি) সংরক্ষণ করেছে ১৯০ কোটি টাকা। আয়কর পরিশোধ করেছে ২৭১ কোটি ১১ লাখ টাকা।

২০১৫ সালে ব্যাংকটির কর ও প্রভিশন পূর্ববর্তী মুনাফা ছিল ৮৪০ কোটি ২৩ লাখ টাকা। ওই বছর ব্যাংকটি খেলাপি ঋণের বিপরীতে প্রভিশন (নিরাপত্তা সঞ্চতি) সংরক্ষণ করে ১১৫ কোটি টাকা। আয়কর পরিশোধ করে ৩২৭ কোটি ৫০ লাখ টাকা।

২০১৬ সালে ইউসিবিএলের পরিচালন মুনাফা হয় ৮১৫ কোটি টাকা। ২০১৫ সালে যার পরিমাণ ছিল ৮৪০ কোটি টাকা।

ব্যাংকটির সম্পদের ওপর আয়ের হার (রিটার্ন অন অ্যাসেটস) বৃদ্ধি পেয়েছে ১ দশমিক ০১ শতাংশ। আর মূলধন আয়ের ওপর হার (রিটার্ন অন ইক্যুইটি) বৃদ্ধি পেয়েছে ৯.৬৭ শতাংশ। ব্যাংকের বর্তমান সম্পদ মূল্য দেখানো হয়েছে ৩২ হাজার ৯৭২ কোটি ৮ লাখ টাকা।

৩১ ডিসেম্বর ২০১৫ সমাপ্ত হিসাব বছরে ইউসিবিএলের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ২৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছিল। এর মধ্যে ২০ শতাংশ ছিল নগদ ও ৫ শতাংশ ছিল বোনাস লভ্যাংশ।

এসময়ে কোম্পানির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয় ৪ টাকা। শেয়ার প্রতি সমন্বিত সম্পদ মূল্য (এনএভি) ছিল ২৫ টাকা ৫৬ পয়সা।

ব্যাংকটির বর্তমান রিজার্ভ রয়েছে ১ হাজার ৩৬৬ কোটি ৬৪ লাখ টাকা। পরিশোধিত মূলধন ১ হাজার ৫৪ কোটি ১৩ লাখ টাকা। বর্তমানে ব্যাংকটির ১০৫ কোটি ৪১ লাখ ৩০ হাজার ৬৫৪টি শেয়ার রয়েছে।

‘এ’ ক্যাটাগরির এই কোম্পানিটি ১৯৮৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। কোম্পানির মোট শেয়ারের ৩৯ দশমিক ০২ শতাংশ রয়েছে উদ্যোক্তা ও পরিচালকের কাছে। সরকারের কাছে রয়েছে দশমিক ৮১ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে রয়েছে ১৩ দশমিক ৩০ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের কাছে রয়েছে দশমিক ০১ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে ৪৬ দশমিক ৮৬ শতাংশ শেয়ার।