নর্দান ইউনিভার্সিটিতে “ক্যারিয়ার উন্নয়ন ” সেমিনার
প্রকাশ: ২০১৭-০৩-১১ ১২:৩০:২২
নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশে “ক্যারিয়ার উন্নয়ন” বিষয়ক একটি সেমিনারের আয়োজন করা হয়। ব্যাবসায় প্রশাসন অনুষদের সহযোগী ডীন খন্দকার সাফায়াত হোসেন এর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ এর উপাচার্য প্রফেসর ড. আনোয়ার হোসেন। গত বুধবার (০৮ মার্চ) এই সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে স্পীকার হিসেবে উপস্থিত ছিলেন বিএসএইচআরএম এর প্রথম প্রেসিডেন্ট জনাব মেহবুব রহমান। সেমিনারে আরো উপস্থিত ছিলেন নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ এর ট্রেজারার মো: আনোয়ার হোসাইন ও রেজিস্ট্রার লে. কর্ণেল (অব.) একতেদার আহমদ সিদ্দিকী।
সেমিনারে বক্তারা বলেন, বর্তমানে বাংলাদেশের শিল্প প্রতিষ্ঠানগুলোর কর্মক্ষেত্রের যে পরিস্থিতি তাতে কিভাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত ও যোগ্য করে তুলতে হবে সেই বিষয়টি এই অনুষ্ঠানে বিশদ ভাবে তুলে ধরেন এবং এ ধরনের সেমিনার দক্ষ মানব সম্পদ তৈরীতে যথেষ্ঠ ভুমিকা রাখবে বলে বক্তারা বক্তৃতায় তুলে ধরেন।
সেমিনারে অন্যান্যদের মধ্যে নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ এর বিভিন্ন অনুষদের ডীন, বিভাগীয় প্রধান সহ শিক্ষক ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।
সানবিডি/ঢাকা/এসএস