যু্ব মহিলা লীগের দ্বিতীয় জাতীয় সম্মেলন

আপডেট: ২০১৭-০৩-১১ ১৩:৩৭:১১


awamiligক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুব মহিলা লীগের দ্বিতীয় জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। শনিবার সকাল ১০টার পর রাজধানীর ফার্মগেটের খামারবাড়ীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে সকাল ১০টায় সম্মেলন শুরু হয়েছে।

সম্মেলনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন। সম্মেলনে সারা দেশের ১৬০০ কাউন্সিলর যোগ দেবেন।

যুব মহিলা লীগের প্রথম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ২০০৪ সালের ৫ মার্চ। সেবার নাজমা আক্তারকে সভাপতি ও অপু উকিলকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়।