নৌবাহরে যুক্ত হল দুটি সাবমেরিন; নবযাত্রা ও জয়যাত্রা
প্রকাশ: ২০১৭-০৩-১২ ১৩:১০:৫৫
প্রথমবারের মতো বাংলাদেশের নৌবাহিনীতে যুক্ত হল দুটি সাবমেরিন। চীনের কাছ থেকে পাওয়া দুটি সাবমেরিন আজ নৌবাহিনীর ফ্লিটে আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়।
‘নবযাত্রা’ এবং ‘জয়যাত্রা’ নামের দুটি সাবমেরিন টর্পেডো এবং মাইন দ্বারা সুসজ্জিত, যা শত্রুপক্ষের যুদ্ধজাহাজ ও সাবমেরিনকে আক্রমণ করতে সক্ষম।