খালেদা জিয়ার আবেদন আপিল বিভাগেও খারিজ
প্রকাশ: ২০১৭-০৩-১২ ১৬:৩৪:২১
জিয়া চ্যারিটেবল মামলায় সাক্ষীদের পুনরায় সাক্ষ্য নেয়ার আদেশ চেয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার করা আবেদন খরিজ করে হাইকোর্টের দেয়া আদেশ বহাল রেখেছে আপিল বিভাগ। আজ রবিবার প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেয়।
গত ডিসেম্বর মাসে এ মামলায় পুনরায় সাক্ষ্য নেয়ার আবেদন খারিজ করে দেয় হাইকোর্ট। এই আদেশের বিরুদ্ধে আপিল করেন খালেদা জিয়া।
আজ আবেদনের পক্ষে শুনানি করেন এজেড মোহাম্মদ আলী। দুদকের পক্ষে ছিলে আইনজীবী খুরশিদ আলম খান। শুনানি শেষে আপিল বিভাগ আবেদন খারিজ করে দেয়।