প্রহসনের নির্বাচনে যাবে না বিএনপি : নজরুল
প্রকাশ: ২০১৭-০৩-১২ ১৮:৫১:৩২
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ‘নির্বাচনের নামে প্রহসন ও খেলার নির্বাচনে যাবে না তার দল। যে নির্বাচনে জনগণ রায় দিতে পারে সেই নির্বাচনে যাবে বিএনপি।’
রোববার দুপুরে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
নজরুল ইসলাম খান বলেন, ‘সরকার ক্ষমতায় থাকলে জনগণ নির্ভয়ে ভোট দিতে পারবে না। জনগণ ভোট দিতে পারবে তারও কোনো গ্যারান্টি নেই। সেজন্য নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হতে হবে।’
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ১১তম ‘কারাবন্দি দিবস’ উপলক্ষে এ সভার আয়োজন করে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।
ভারতকে ট্রানজিট সুবিধা দিলেও তিস্তা চুক্তি না হওয়ায় সরকারের ভূমিকার সমালোচনা করে বিএনপি নেতা নজরুল ইসলাম খান বলেন, ‘বাংলাদেশ সরকার বলেছিল, তিস্তার পানি না দিলে ট্রানজিট দেওয়া হবে না। কিন্তু ট্রানজিট দেওয়া হয়েছে। অথচ এখনো আমরা তিস্তার পানি পাইনি। মিয়ানমারের সঙ্গে চুক্তি হলো, সেখানেও মিয়ানমার উল্লাস করেছে। আসলে এ চুক্তিগুলোতে কারা জিতেছে, সেটিই প্রশ্ন।’
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘ভারত ও বাংলাদেশের মধ্যে সমুদ্র চুক্তি হয়েছে। এ বিষয়ে ভারত বলছে, তারা জিতেছে। আর আমরা বলছি, আমরা জিতেছি।’
আসলে কে জিতেছে- সরকারের কাছে এ প্রশ্ন রাখেন তিনি।
ভারতকে গ্যাস দেওয়ার চুক্তি করে বিএনপি ক্ষমতায় এসেছিল, প্রধানমন্ত্রীর এ বক্তব্যের কঠোর সমালোচনা করেন নজরুল ইসলাম খান। তিনি বলেন, ‘বিএনপি ভারতকে গ্যাস দেয়নি। এ কারণেই কি বিএনপি ক্ষমতায় আসেনি?’
বিএনপির অন্যতম এই নীতিনির্ধারক আরো বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন, র’র এজেন্টরা হাওয়া ভবনে তারেক রহমানের সঙ্গে সে সময় বসে থাকতেন। কিন্তু তখন তো বিএনপি বিরোধী দলে ছিল। আর তখন তারেক রহমানও বিএনপির কোনো শীর্ষ নেতা ছিলেন না। এ কথা যদি প্রধানমন্ত্রী বিশ্বাস করেন, তাহলে তখন থেকেই তারেক রহমানের পেছনে লেগেছেন।’
নজরুল ইসলাম বলেন, ‘নারী ও শিশু নির্যাতন প্রতিদিন বেড়েই চলছে। এটা সংকটের বিষয়। অথচ সরকারের মুখে শুধু উন্নয়নের কথা।’
তিনি বলেন, ‘একদিন জনগণ এসবের বিচার করবে, হিসাব নেবে। জনগণ বিচার করে ভোটের মাধ্যমে। এ কারণে জনগণকে ভোটের মাধ্যমে রায় দেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে না।’
আয়োজক সংগঠনের সভাপতি শফিউল বারী বাবুর সভাপতিত্বে সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভুঁইয়া জুয়েল প্রমুখ বক্তব্য রাখেন।