ডামুড্যা উপজেলা যুব কল্যাণ ট্রাস্টের কমিটি
প্রকাশ: ২০১৭-০৩-১৩ ১৬:৩২:৪৩
ঢাকায় বসবাসরত শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলার যুবকদের সমন্বয়ে গঠিত ডামুড্যা উপজেলা যুব কল্যাণ ট্রাস্ট, ঢাকার ২০১৭-১৮ গঠিত নতুন কমিটির অভিষেক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার সন্ধ্যায় রাজধানীর মিরপুরের শিগলি গ্লোবাল চায়নিজ এন্ড রেস্টুরেন্টে এ অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনটির সভাপতি সাংবাদিক আসাদুজ্জামান আজমের সভাপতিত্বে অভিষেক ও মতিবিনিময় সভায় যোগ দেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক ব্যারিস্টার জাকির আহাম্মদ, ডামুড্যা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন মাঝি, সংগঠনের অন্যতম উপদেষ্টা ব্যবসায়ী চৌধুরী মুহিব্বুর রহমান বাবু। সভার শুরু স্বাগত বক্তব্য রাখেন- সংগঠনটির সাধারণ সম্পাদক মো. খলিলুর রহমান মাদবর। শুভেচ্ছা বক্তব্য রাখেন-যুগ্ন সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রুবেল শিকদার।
সিনিয়র সহ-সভাপতি মো. ফারুক আলম মাদবরের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম গনি মাদবর, সৈয়দ ইকবাল হোসেন ওসমান মীর, সহ-সভাপতি ইঞ্জি: জামাল উদ্দিন, সহ-সভাপতি জাকির হোসেন বাবু, কাযর্নিবাহী কমিটির অন্যতম সদস্য বোরহান উদ্দিন ও হাবিবুর রহমান ভুট্টো মাদবর।
অভিষেক অনুষ্ঠানে নতুন কমিটির নেতৃবৃন্দের মধ্যে যুগ্ম-সাধারণ সম্পাদক নাজমুল হুদা, সাংগঠনিক সম্পাদক মো. জসিম উদ্দিন মাদবর, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির স্বপন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. লোকমান হোসেন হাওলাদার, দপ্তর সম্পাদক আব্দুল খালেক খান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক তাজুল ইসলাম, সমাজ কল্যান সম্পাদক মো. নাসির উদ্দিন, শিক্ষা ও গবেষণা সম্পাদক মো. আলমগীর হোসেন, কার্য়করী সদস্য মো. আজগর বেপারী, আক্তার হোসেন, চাঁন শরিফসহ সাধারণ সদস্য, শুভ্যানুধায়ীগণ উপস্থিত ছিলেন।
সানবিডি/ঢাকা/মেহেদী/এসএস