নজরুল বিশ্ববিদ্যালয়ে দোলনচাঁপা হল কমিটি ঘোষণা
প্রকাশ: ২০১৭-০৩-১৪ ১০:৫০:৪৭
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে চুয়াল্লিশ (৪৪) সদস্য বিশিষ্ট দোলনচাঁপা ছাত্রীহলের কমিটি ঘোষণা করা হয়েছে ।
গতকাল সোমবার সকালে বাংলাদেশ ছাত্রলীগ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ছাব্বির আহমেদ ও সাধারণ সম্পাদক আপেল মাহমুদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আগামি এক বছরের জন্য এই কমিটি ঘোষণা করা হয় ।
উক্ত কমিটিতে দ্বিতীয় মেয়াদে নুসরাত জাহান শিমু’কে সভাপতি ও অনন্যা নওরীন সাফা’কে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।
এছাড়াও বার (১২) জনকে সহ-সভাপতি,চার (৪) জনকে যুগ্ন সাধারণ সম্পাদক,পাঁচ(৫) জনকে সাংগাঠনিক সম্পাদক, পাঁচ(৫) জনকে সহ-সম্পাদক করে চুয়াল্লিশ (৪৪) সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে ।
সভাপতি নুসরাত জাহান শিমু বলেন,বিশ্ববিদ্যালয়ের হলগুলোর নেত্রীদের প্রত্যেককে হতে হবে এক একটি আদর্শ । বিপদে আপদে সবার সহযোগীতায় এগিয়ে আসতে হবে।
সাধারণ সম্পাদক অনন্যা নওরীন সাফা বলেন, আমাকে ছাত্রী হলের সাধারণ সম্পাদক মনোনীত করায় জাককানইবি শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি । ছাত্রীদের স্বত:স্ফুর্তভাবে রাজনৈতিক অংশগ্রহন গতিশীল ও বেগবান করার লক্ষে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাব।
সানবিডি/ঢাকা/আজিজার/এসএস