স্বাস্থ্য বীমার উপর ট্রাম্পের নিষেধাজ্ঞায় চিন্তিত মার্কিনবাসী

প্রকাশ: ২০১৭-০৩-১৪ ১৩:০১:২৮


Trump_(1)ট্রাম্প সরকার ক্ষমতায় এসে ফের বড়সড় রদবদল ঘটালেন। নতুন সরকারের পক্ষ থেকে প্রকাশিত হল নতুন বাজেট সমীক্ষা। যেখানে ২০১৮ সালে স্বাস্থ্য বীমার আওতা থেকে বাদ পড়তে যাচ্ছে দেশটির প্রায় ১৪মিলিয়ন মানুষ।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের বাজেট বিশ্লেষক এবং বেশ কিছু অর্থনীতিবিদদের নিয়ে একটি দল গঠন করা হয়। দীর্ঘ আলাপ আলোচনার পর স্বাস্থ্য বিমার মূল্যায়ন করে এই দলটি। তারা আরো জানিয়েছেন, আগামী ২০২৬ সালের মধ্যে স্বাস্থ্য বিমার আওতা থেকে বাদ পড়ার সংখ্যাটা লাফিয়ে বেড়ে যাবে ২৪ মিলিয়নে। ট্রাম্পের এমন হঠকারী সিদ্ধান্তে চিন্তিত মার্কিনবাসী। সূত্র: কলকাতা টুয়েন্টিফোর।