প্রধানমন্ত্রী ভারত সফরে যাচ্ছেন ৭ এপ্রিল
প্রকাশ: ২০১৭-০৩-১৪ ১৭:২৭:১০
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর চূড়ান্ত হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে আগামী ৭ থেকে ১০ এপ্রিল দিল্লি সফরে যাচ্ছেন তিনি। আজ মঙ্গলবার দুই দেশ আনুষ্ঠানিকভাবে এ রাষ্ট্রীয় সফরের সূচি ঘোষণা করেছে।
এর আগে নরেন্দ্র মোদি ১৮ ও ১৯ ফেব্রুয়ারি শেখ হাসিনাকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন। কিন্তু নানা কারণে এই তারিখ পিছিয়েছে।
প্রধানমন্ত্রীর এবারের দিল্লি সফরে বাংলাদেশের পক্ষ থেকে পানি সহযোগিতার ওপর জোর দেওয়ার কথা আছে| অন্যদিকে ভারতের পক্ষ থেকে জোর দেওয়া হচ্ছে নিরাপত্তা, সামরিক ও সন্ত্রাসবাদ সহযোগিতার ওপর।
এর আগে ২০১০ সালে শেখ হাসিনা দ্বিপক্ষীয় সফরে ভারত সফর করেন। এছাড়া, গত অক্টোবরে ভারতের গোয়ায় অনুষ্ঠিত ব্রিকস-বিমসটেক সম্মেলনে যোগ দেন তিনি।
অন্যদিকে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঢাকা সফরে এসেছিলেন ২০১৫ সালে।