শততম টেস্টে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আপডেট: ২০১৭-০৩-১৫ ১০:৪৪:৩০


Captainকলম্বোর পি সারা ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে শততম টেস্ট ম্যাচ খেলতে মাঠে নামছে বাংলাদেশ। সকাল সাড়ে দশটায় ম্যাচটি শুরু হচ্ছে। এরই মধ্যে টস সম্পন্ন হয়েছে। টসে জিতে শ্রীলঙ্কা ক্রিকেট দলের অধিনায়ক রঙ্গনা হেরাথ ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন।

টসের পর বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিম ও শ্রীলঙ্কার অধিনায়ক রঙ্গনা হেরাথ পতাকা নিয়ে ছবি তোলেন। বাংলাদেশ দলে ৪টি পরিবর্তন আনা হয়েছে।

বাংলাদেশ একাদশ:  তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, শুভাশীষ রায় ও মুস্তাফিজুর রহমান।

একাদশের বাইরে মুমিনুল হক, তাসকিন আহমেদ, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন কুমার দাস।  অভিষেক হতে যাচ্ছে মোসাদ্দেক হোসেন সৈকতের।

শ্রীলঙ্কা দলে একটি পরিবর্তন আনা হয়েছে। ধনঞ্জয়া ডি সিলভা দলে এসেছে। বাদ পড়েছেন লাহিরু কুমারা।