ভারতের পরবর্তী রাষ্ট্রপতি আদভানি?
প্রকাশ: ২০১৭-০৩-১৬ ১২:৫৭:৩৮
ভারতের পরবর্তী রাষ্ট্রপতি হতে পারেন প্রবীণ বিজেপি নেতা লালকৃষ্ণ আদভানি। উত্তরপ্রদেশের সাফল্যের পরে এবার নিজের পছন্দের প্রার্থীকে রাইসিনা হিলে পাঠাতে পারেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, জুলাইয়ে রাষ্ট্রপতি হিসেবে প্রবীণ বিজেপি নেতা লালকৃষ্ণ আদভানিকে দেখতে চান তিনি।
একটি ভারতীয় টিভি চ্যানেলের বরাত দিয়ে এবেলার খবরে বলা হয়েছে, নরেন্দ্র মোদি নিজেই গত ৮ মার্চ গুজরাটের সোমনাথে বিজেপির এক সভায় এই কথা বলেছেন। মোদি বলেন, আদবানিজিকে রাষ্ট্রপতি করে তাঁকে ‘গুরুদক্ষিণা’ দেওয়া হবে। লালকৃষ্ণ আদভানিও উপস্থিত ছিলেন।
খবরে আরও বলা হয়, উত্তরপ্রদেশের নির্বাচনে বিপুল সাফল্যের পর এখন নরেন্দ্র মোদি নিজের পছন্দের কাউকে রাষ্ট্রপতি ভবনে আনতেই পারেন। এক্ষেত্রে এআইডিএমকে ও বিজেডির সমর্থন পেলেই ভোটের অঙ্ক মিলে যাবে।
৮৯ বছরের বিজেপি নেতা লালকৃষ্ণ আদবানি আরএসএস-এর স্বয়ংসেবক হিসেবে তাঁর কর্মকাণ্ড শুরু করেন। তিনি বাজপেয়ীর আমলে উপ-প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। তবে তাঁর বিরুদ্ধে বাবরি মসজিদ ভাঙার মামলা ঝুলছে। সূত্র: এবেলা।