‘জঙ্গিবাদের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে’
প্রকাশ: ২০১৭-০৩-১৬ ১৬:২৫:২০
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আজ বিশ্বব্যাপী নতুন উপসর্গ জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও মাদকাসক্তি দেখা দিয়েছে। এর বিরুদ্ধে জনমত সৃষ্টির জন্য সকলকে আমি অনুরোধ জানাচ্ছি। দেশে এবং বিদেশে আমাদের সন্তানরা তাদের মেধার প্রমাণ রেখে যাচ্ছে। কাজেই তারা জেনো বিপথে না যায় সেদিকে সকলকে দৃষ্টি রাখতে হবে।
আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় আয়োজিত বঙ্গবন্ধু ফেলোশিপ ও বিভিন্ন গবেষণা কাজের জন্য অনুদানের চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বিদেশে পড়তে যাওয়া সন্তানরা যাতে জঙ্গিবাদে না জড়ায় সেদিকে নজর রাখতে হবে অভিভাবকদের। সকলে সহায়তা করলে আমরা জঙ্গিবাদের বিরুদ্ধে বিজয়ী হতে পারবো। জঙ্গিবাদ নির্মূল করে বিশ্বে মাথা উঁচু করে এড়িয়ে যাবে বাংলাদেশ।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডাঃ আ ফ ম রুহুল হক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মন্ত্রণালয়ের সচিব সিরাজুল ইসলাম।