গো-হত্যায় যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ!

প্রকাশ: ২০১৭-০৩-১৮ ১১:০১:৩২


Cowগো-হত্যা এবং গোমাংস কেনাবেচা করলেই যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি৷ জুনাগড় জেলার ভনথালি শহরে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি৷

তিনি বলেন, ২০১১ সালে বিজেপি সরকার গরু রক্ষার জন্য একটি আইন প্রণয়ন করে৷ সুপ্রিম কোর্টেও এই বিষয়টি নিয়ে আলোকপাত করা হয়েছে৷ ২০১১সালে প্রণীত আইনটিকেই তিনি আরও কঠোর করতে চান বলে জানিয়েছেন বিজয় রূপানি৷ নরেন্দ্র মোদি ২০১১ সালে গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন গোহত্যা, পাচারকারীদের উপর কঠোরভাবে নিষেধাজ্ঞা জারি করেছিলেন৷

এই আওতায় কেউ আটক হলেই ১৯৫৪ এর গুজরাটের প্রাণি সংরক্ষণ আইনের আওতায় তাকে শাস্তি দেওয়া হবে৷ এই আইনের আওতায় কোনও ব্যক্তি অভিযুক্ত হলে তার ৫০ হাজার টাকা জরিমানা এবং সাত বছরের জেল হওয়ার নির্দেশ জারি ছিল৷ এবার যাবজ্জীবনের কথা বললেন এ মুখ্যমন্ত্রী।