জাককানইবি’র শিক্ষক সমিতি নির্বাচন

প্রকাশ: ২০১৭-০৩-১৮ ১২:২৭:২৭


JKKNIU.Teacherজাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচনে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী ‘বঙ্গবন্ধু-নীল দল’ ১৬টি পদের সব কটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে।  গত ১৬ মার্চ (বৃহস্পতিবার) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে সামাজিক বিজ্ঞান অনুষদে এই ফলাফল ঘোষণা করা হয়।

বঙ্গবন্ধু-নীল দলের বিজয়ী প্রার্থীগণ হলেন সভাপতি তপন কুমার সরকার, সহ-সভাপতি বিজয় কুমার কর্মকার, সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম,যুগ্ম সাধারণ সম্পাদক আল জাবির ও কোষাধ্যক্ষ রফিকুল আমীন। এছাড়াও  দশ জন সদস্য নির্বাচিত হয়েছেন ।

রিটার্নিং অফিসার ড. মুহম্মদ সাইফুল ইসলাম বলেন, তফসিল অনুযায়ী মনোনয়নপত্র সংগ্রহ, জমা দেওয়া এবং প্রত্যাহারের শেষ তারিখ ছিল ১৬ মার্চ। এই তারিখের মধ্যে তফসিলে ঘোষিত পদে বঙ্গবন্ধু-নীল দল মনোনীত প্যানেল থেকে সমান সংখ্যক মনোনয়নপত্র জমা পড়ে । প্রাপ্ত মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের পর কমিশনের কাছে বৈধ বলে গৃহীত হলে এবং আর কোন প্যানেল বা প্রার্থীর মনোনয়নপত্র জমা না পড়ায় বঙ্গবন্ধু- নীল দল প্যানেল কে নির্বাচন কমিশন বিজয়ী বলে ঘোষণা করেছে ।

তিনি আরো জানান,আগামী একুশ(২১) তারিখে নির্বাচন হওয়ার কথা ছিল । কিন্তু একটিমাত্র প্যানেলের মনোনয়ন জমা পড়ায়  নির্বাচন কমিশন একুশ(২১) তারিখের নির্বাচন বাতিল বলে ঘোষণা করে ।

উক্ত নির্বাচনে স্ক্রুটিনিয়ার ছিলেন নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান ইসমতআরা ভু্ঁইয়া ইলা এবং আইন ও বিচার বিভাগের প্রভাষক মুহাম্মদ ইরফান আজিজ ।

উল্লেখ্য গতবছর শিক্ষক সমিতি নির্বাচনে বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ ও নীল দলের মধ্যে ঝামেলা হওয়ার কারণে দুটি দলই বিশ্ববিদ্যালয়ে দুটি শিক্ষক সমিতি দাবি করে আসছিল । এই সমস্যা নিরসনের লক্ষে এবার বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ ও নীল দল মিলে একটি দল ‘বঙ্গবন্ধু-নীল দল’ নামকরন করা হয় । এই একটি দল থেকে দুই গ্রুপে বিভক্ত হয়ে একটি প্যানেল নির্বাচন করে শিক্ষকগণ । উক্ত প্যানেল নির্বাচনে তপন কুমার সরকার গ্রুপ ১৬টি পদের ১৩টিতে এবং মাসুম হাওলাদার গ্রুপ ৩টিতে জয়লাভ করে । এই প্যানেলটি নির্বাচন কমিশনে জমা দেয়া হয় ।সাদা দল এবং অন্যকোন দল বা প্যানেল নির্বাচনে অংশগ্রহন না করায় নির্বাচন কমিশন বঙ্গবন্ধু- নীল দলকে  বিজয়ী বলে ঘোষণা করে ।

সানবিডি/ঢাকা/আজিজার/এসএস