আগামী নির্বাচনের জন্য জঙ্গি হামলা অবশ্যই অন্তরায়: ওবায়দুল কাদের

প্রকাশ: ২০১৭-০৩-১৮ ১৮:৩৯:৪০


obaidul_kaderরাজধানীর আশকোনায় র‌্যাবের ব্যারাকে আত্মঘাতী জঙ্গি হামলা ও খিলগাঁওয়ে র‌্যাবের তল্লাশি চৌকিতে সন্দেহভাজন আরেক জঙ্গি নিহত হওয়ার প্রেক্ষিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘দেড় বছর পর দেশে জাতীয় নির্বাচন। এই নির্বাচনের জন্য এই ধরনের হামলা অবশ্যই অন্তরায়।’
শনিবার দুপুরে রাজধানীতে যক্ষ্মা সম্মেলনের অধিবেশেনে দেয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।
জঙ্গি দমনে সবাইকে এগিতে আসার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, দেশ এভাবে উপর্যুপরি নাশকতার কবলে পড়লে আপনি-আমি কেউই নিরাপদ নই।