ম্যাচ সেরা তামিম, সিরিজ সেরা সাকিব

আপডেট: ২০১৭-০৩-১৯ ১৮:১৩:০৭


shakib-tamimশততম টেস্টে রেকর্ড জয়ের মধ্য দিয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই ম্যাচ টেস্ট সিরিজ ভাগাভাগি করে নিয়েছে বাংলাদেশ। শুধু তাই নয়, সিরিজে ব্যাটে-বলে টাইগারদের পারফর্মমেন্সই ছিল নজরকাড়া। ঐতিহাসিক টেস্টে জয়ের নায়ক প্রথম ইনিংসে ৪৯ রানের পর শেষ ইনিংসে ৮২ রানের দুর্দান্ত ইনিংস খেলা টাইগার ড্যাশিং ওপেনার তামিম ইকবাল।

 এদিকে, ব্যাট-বলে দুর্দান্ত পারফর্মেন্সের জবাবে সিরিজ সেরার পুরস্কার উঠেছে সাকিব আল হাসানের হাতে। দুই টেস্টের প্রথমটিতে সুবিধা করতে না পারলেও দ্বিতীয়টিতে ব্যাটে-বলের জ্বলে উঠেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। দুই টেস্ট মিলিয়ে ৯ উইকেটের পাশাপাশি ব্যাট হাতে করেছেন ১৬২ রান।