মেহেদীর ব্যাট থেকে এলো জয়ের রান
প্রকাশ: ২০১৭-০৩-১৯ ১৮:৪৭:২০
প্রয়োজন ছিল মাত্র ২ রান। ক্রিজে এলেন মেহেদী হাসান মিরাজ। হেরাথের ফুলটস আউট সাইডস বল সুইপ করে স্ক্যায়ার লেগ দিয়ে পাঠিয়ে উল্লাসে ফেটে পড়ল মেহেদী-মুশফিক। তাদের সাথে উল্লাসে ফেটে পড়ল সারা বাংলাদেশ। শততম টেস্টে ঐতিহাসিক জয় পেলো বাংলাদেশ।
দুই রান হওয়ার পরই মুশফিককে জড়িয়ে ধরলেন মিরাজ।
শ্রীলঙ্কার মাটিতে ৪ উইকেটে জিতল টাইগাররা।