ইরাদ সিদ্দিকীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
প্রকাশ: ২০১৭-০৩-১৯ ১৮:৫৩:৪৭
শততম টেস্টে বাংলাদেশ ক্রিকেট টিমের ঐতিহাসিক জয়ে উল্লসিত দেশের কোটি কোটি ক্রিকেট ভক্ত। আর সেই আনন্দের বহিঃপ্রকাশ দেখা যাচ্ছে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। বাংলাদেশ বনাম শ্রীলংকার মধ্যকার দ্বিতীয় টেস্টের শেষ দিকে বাংলাদেশের জয় যখন প্রায় নিশ্চিত, তখনই ক্রিকেট ভক্তরা টিভি থেকে খেলার লাইভ করতে থাকেন।
সবশেষে মেহেদি হাসান মিরাজের ব্যাট থেকে আসা দুইরানে বাংলাদেশের জয় আসার পরই ফেসবুক হয়ে উঠে অভিনন্দনময়। কেউ বাংলা আবার কেউবা ইংরেজিতে বাংলাদেশ ক্রিকেট টিমকে দিচ্ছেন অভিনন্দন বার্তা।
টেস্টে ক্রিকেটের ইতিহাসে শততম টেস্টে জয়ের রেকর্ড খুব বেশি নেই। নিজেদের শততম টেস্টে ভারত, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকার মতো দেশকেও পরাজয়ের স্বাদ মেনে নিতে হয়েছে। শ্রীলঙ্কা তাদের নিজেদের শততম টেস্টে এই কলম্বোতেই পাকিস্তানের কাছে ৫ উইকেটে হেরেছিল। তবে আজ শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের শততম টেস্টে ঐতিহাসিক জয় তুলে নিয়ে চতুর্থ দল হিসেবে এক অনন্য মাইলফলক স্পর্শ করলো টাইগাররা। এর আগে এই রেকর্ড রয়েছে অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের।