ফিলিপাইনে সমলিঙ্গের বিবাহকে ‘না’ দুদের্তের
প্রকাশ: ২০১৭-০৩-২১ ১২:১৬:০৪
ফিলিপাইনের প্রেসিডেন্ট রড্রিগো দুদের্তে বলেছেন, তিনি সমকামী বিয়ের বিরোধিতা করেন। যদিও এর আগে তিনি ঘোষণা দিয়েছিলেন, ফিলিপাইনে সমলিঙ্গের বিয়ে বৈধ করার ব্যাপারে তিনি চিন্তা করে দেখছেন।
নিজের আত্মীয়-স্বজনদের মধ্যেও সমকামী রয়েছে উল্লেখ করে এই নেতা আরো বলেন, ‘আমি সমকামিতার বিরুদ্ধে নই বা সমকামীদের বিপরীতে কিছুই করছি না।’
কিন্তু নানান বিষয়ে ইতোমধ্যে বিশ্বমহলে বিতর্কিত এই রাজনীতিবিদ পূর্বে এলজিবিটিকিউ (সমকামী ও তৃতীয় লিঙ্গ গোষ্ঠী) এর অধিকারকে সমর্থন জানিয়েছিলেন। ২০১৫ সালে তিনি এও বলেছিলেন যে, সমলিঙ্গের বিয়ের ব্যাপারটি ‘ভালো’।
কিন্তু ফিলিপাইনে অপরাধ বিষয়ক অন্য অনেক বিষয়ে তীব্র রক্ষণশীল হিসেবে দেখা হয় দুদের্তেকে। মাদক গ্রহণকারী ও সংশ্লিষ্ট ব্যবসায়ীদের উপর তার যুদ্ধ ঘোষণা এবং এ পর্যন্ত দেশটিতে হাজারো বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের আদেশ দেয়ায় অনেক সমালোচনায় বিদ্ধ এই নেতা।
মিয়ানমারের রাজধানী নাইপিদোতে ফিলিপিনো প্রবাসীদের একটি সরকারী ভ্রমণানুষ্ঠানে গত রোববার তিনি এই মন্তব্য করেন, যদিও তার এই বক্তব্যের প্রতিলিপি সোমবার সাংবাদিকদের দেয়া হয়। বিবিসি।