সন্ত্রাসী হামলার পর লন্ডন মেয়রকে জুনিয়র ট্রাম্পের তিরস্কার

প্রকাশ: ২০১৭-০৩-২৩ ১১:০৫:৪৯


Hamla.Landanলন্ডনে পার্লামেন্ট অধিবেশন চলাকালীন সন্ত্রাসী হামলায় ৫ জন নিহত ও প্রায় ৪০ জন আহত হওয়ার পর, এ ঘটনায় শহরটির মেয়রকে তীব্র সমালোচনায় বিদ্ধ করেছেন মার্কিন প্রেসিডেন্টের ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র।
জুনিয়র ট্রাম্প বাবার ব্যবসা সংশ্লিষ্ট দিকগুলো দেখাশুনা করে আসলেও হোয়াইট হাউজের কোনো ব্যাপারে তাকে খুব একটা নাক গলাতে দেখা যায়নি। কিন্তু মাঝে মধ্যে ট্রাম্পের বিরোধী রাজনৈতিক দলের সমালোচনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে বাক্য ব্যয় করতে দেখা গেছে। এবার তিনি গত বুধবারে লন্ডনের দুর্ঘটনায় তিরস্কার পূর্ণ টুইট বার্তা দিলেন লন্ডনের মেয়র সাদিক খানের উদ্দেশ্যে।
‘তুমি আমাকে নিয়ে মশকরা করতে পারো’ এমন কটূক্তিপূর্ণ স্বাধীন মতামত দিয়ে টুইট করে জুনিয়র ট্রাম্প লন্ডন মেয়রের পূর্বে করা মন্তব্যকে ব্যঙ্গ করে বলেন, ‘একটি বড় শহরে সন্ত্রাসী হামলা বসবাসেরই অংশ: সাদিক খান।’
এর আগে ২০১৬ সালে প্রকাশিত এক নিবন্ধে সাদিক খান নিউইয়র্কের পার্শ্ববর্তী চেলসিয়া বোমা হামলার প্রতিক্রিয়ায় বলেছিলেন, ‘সন্ত্রাসী হামলার জন্য প্রস্তুত থাকা, একটি বড় শহরে জীবনযাত্রার স্বাভাবিক অংশের মতোই। এক্ষেত্রে লন্ডনের প্রত্যাশা  সংগতিপূর্ণভাবেই সতর্কতা অবলম্বন করা।’
তবে লন্ডনে এই ভয়াবহ সন্ত্রাসী হামলার পর ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মের সঙ্গে ফোনে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, জানিয়েছে হোয়াইট হাউস। এসময় ট্রাম্পের প্রেস সেক্রেটারি শন স্পাইসার বলেন, ট্রাম্প এ ঘটনার নিন্দা জানিয়ে যুক্তরাজ্যকে সর্বাত্মক সহায়তার আশ্বাসও দিয়েছেন। সিএনএন।