জাহাজের ঢেউয়ে ট্রলারডুবি: ৩ জনের লাশ উদ্ধার, নিখোঁজ অর্ধশত
প্রকাশ: ২০১৭-০৩-২৮ ১৪:১৩:০৬
বাগেরহাটের মোড়েলগঞ্জের পানগুছি নদীতে ট্রলারডুবির ঘটনায় তিনজনের লাশ উদ্ধার করেছে স্থানীয় লোকজন। এখন পর্যন্ত অর্ধশত যাত্রী নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।
নৌবাহিনীর জাহাজের ঢেউয়ে মঙ্গলবার বেলা ১১টার দিকে নদীর তীরে ট্রলারটি ডুবে যায়। পরে নৌবাহিনী তাদের জাহাজ নোঙর করে উদ্ধারকাজে অংশ নিয়েছেন। এছাড়াও রয়েছে কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের কর্মীরা।