খালেদার মামলার চার্জ শুনানি ১০ এপ্রিল নির্ধারণ

প্রকাশ: ২০১৭-০৩-২৮ ১৪:২৩:১৪


Khaleda_Ziaবিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা রাষ্ট্রদ্রোহসহ ১১ মামলার অভিযোগ (চার্জ) গঠনের শুনানি পিছিয়ে আগামী ১০ এপ্রিল পুননির্ধারণ করেছেন আদালত।

খালেদার আইনজীবীদের সময়ের আবেদন মঞ্জুর করে মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লার আদালত শুনানির দিন পিছিয়ে দেন।

খালেদার বিরুদ্ধে ১১টি মামলার মধ্যে রয়েছে- রাষ্ট্রদ্রোহের একটি, দারুস সালাম থানার নাশকতার আটটি ও যাত্রাবাড়ী থানার দু’টি মামলা।

হাজির হওয়ার কথা থাকলেও অসুস্থতার কারণে খালেদা জিয়া আদালতে যেতে পারেননি। তার চোখের অসুস্থতার কারণ দেখিয়ে সময় চেয়ে আবেদন জানান আইনজীবীরা। আবেদন মঞ্জুর করে সবগুলো মামলার চার্জ গঠনের শুনানির দিন আগামী ১০ এপ্রিল পুনর্নির্ধারণ করেন আদালত।