মৌলভীবাজারে জঙ্গি আস্তানা এলাকায় ১৪৪ ধারা জারি
প্রকাশ: ২০১৭-০৩-২৯ ১৭:৫৪:৩৭
জঙ্গি আস্তানার সন্ধান পাওয়ায় যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে মৌলভীবাজার পৌরসভার ৬নং ওয়ার্ড, পার্শ্ববর্তী কুসুমবাগ এলাকা এবং খলিলপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে দুই কিলোমিটার এলাকায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় জেলা প্রশাসন।
বুধবার দুপুরের পর এই ধারা জারি করা হয়েছে বলে জানিয়েছেন মৌলভীবাজার জেলা প্রশাসক তোফায়েল ইসলাম।
মৌলভীবাজার পৌরসভায় ৬নং ওয়ার্ডের বড়হাটের একটি বাড়িতে জঙ্গিরা অবস্থান করছে, এমন সন্দেহে বাড়িটি ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। এছাড়া খলিলপুর ইউপি কার্যালয়েল অনতিদূরে নাসিরপুরের একটি বাড়িতে আরেকটি জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা হয়েছে।
এদিকে, জঙ্গি আস্তানার আশপাশের মানুষদের নিরাপদে সরে যেতে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে। ঢাকা থেকে সোয়াত সদস্যরা এলে জঙ্গি আস্তানা দুটিতে অভিযান চালানো হতে পারে বলে জানিয়েছে পুলিশ।
বেলা আড়াইটার দিকে ফায়ার সার্ভিসের একটি গাড়ি ও একটি অ্যাম্বুলেন্স নাসিরপুরের জঙ্গি আস্তানার পাশে গিয়ে অবস্থান করতে দেখা গেছে।