জয়-পরাজয় যাই হবে, ফল মেনে নেব: সীমা

আপডেট: ২০১৭-০৩-৩০ ১১:০৫:২৬


Shimaজয়-পরাজয় যাই হবে, নির্বাচনের ফলাফল মেনে নেওয়ার কথা জানিয়েছেন আওয়ামী লীগের সমর্থিত মেয়রপ্রার্থী আঞ্জুম সুলতানা সীমা। একই সঙ্গে তাঁর নেতাকর্মী-সমর্থকদের ফলাফল নেওয়ার আহ্বান জানান তিনি।

বৃহস্পতিবার সকাল ৯টার দিকে কুমিল্লা মডার্ন স্কুল কেন্দ্রে ভোটপ্রদান শেষে তিনি সাংবাদিকদের একথা জানান।

তিনি আরও বলেন, সকাল থেকে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ হচ্ছে। বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে কোনো ধরনের বিশৃঙ্খলা চোখে পড়েনি।

এর আগে, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। চলবে টানা বিকাল ৪টা।  উৎসবমুখর পরিবেশে শুরু হওয়া এই নির্বাচনে সকাল থেকেই ভোটকেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে।