রাবিতে শওকত ওসমান জন্মশতবর্ষ স্মারক বক্তৃতা অনুষ্ঠিত
প্রকাশ: ২০১৭-০৩-৩০ ১৫:৫০:১২
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) লেখক শওকত ওসমান জন্মশতবর্ষের স্মারক বক্তৃতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ কলা ভবনের ১৫০ নং কক্ষে রাবি বাংলা বিভাগ গবেষণা সংসদ এ স্মারক বক্তৃতার আয়াজন করে।
বাংলা বিভাগের সহকারী অধ্যাপক গৌতম গোস্বামীর সঞ্চালনায় বক্তা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. সৈয়দ আজিজুল হক। এসময় তিনি শওকত ওসমানের উপন্যাস ‘উপনিবেশবাদ-বিরোধী রাজনৈতিক চেতনা’ পাঠ করেন। তিনি তাঁর স্মৃতিচারণ করে ঘন্টাব্যাপী ১২টি উপন্যাসের খন্ডাংশ শিক্ষক-শিক্ষার্থীদের উদ্দেশ্যে পাঠ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগের অধ্যাপক খন্দকার ফরহাদ হোসেন। স্বাগত বক্তব্য দেন বাংলা বিভাগের অধ্যাপক পি এম সফিকুল ইসলাম। এ সময় বিভাগের শতাধিক শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।#