ডুসাসের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ও দায়িত্ব হস্তান্তর

প্রকাশ: ২০১৭-০৪-০১ ২০:২০:৫০


new picঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার শিক্ষার্থীদের সংগঠন ডুসাস (ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট এসোসিয়েশন অব শৈলকূপা) এর ২০১৭ সালের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ও দায়িত্ব হস্তান্তর করা হয়েছে।

আজ (শনিবার) বিকাল ৩ টায় ডাকসু ক্যাফেটারিয়ার দ্বিতীয় তলায় কমিটি ঘোষণা ও দায়িত্ব হস্তান্তর উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডুসাসের উপদেষ্টা পরিষদের সদস্য মোঃ আতাউল হক, মোঃ সোহাগ হাবিব, সাবেক সভাপতি মোঃ আতিকুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশিদসহ ডুসাসের সকল শিক্ষার্থীবৃন্দ।

এসময় আনুষ্ঠানিকভাবে সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক নতুন সভাপতি মুশফিক রাজ ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিশুকে দায়িত্ব হস্তান্তর করেন এবং পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন।

উল্লেখ্য, গত ১৭ই মার্চ ২০১৭ তারিখে মুশফিক রাজকে সভাপতি ও মিজানুর রহমান মিশুকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

সানবিডি/ঢাকা/আহো