আন্ত:বিশ্ববিদ্যালয় বাস্কেটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ইবি
আপডেট: ২০১৭-০৪-০২ ১১:১৩:৩৮
আন্ত:বিশ্ববিদ্যালয় বাস্কেটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় বাস্কেটবল দল। শনিবার ফাইনালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ইসলামী বিশ্ববিদ্যালয়।
বিশ্ববিদ্যালয়ের শারিরিক শিক্ষা বিভাগ সূত্রে জানা যায়, শনিবার বিকাল পাঁচটায় আন্ত:বিশ্ববিদ্যালয় গেমস ২০১৭ এ বাস্কেটবলে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের জিমনিসিয়ামে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং ইসলামী বিশ্ববদ্যিালয়ের মধ্যকার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে ইসলামী বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে ৯২-৭২ পয়েন্ট ব্যাবধানে হারায়।
এর আগে আন্ত:বিশ্ববিদ্যালয় বাস্কেটবল টুর্নামেন্টে প্রথম অংশ গ্রহনেই ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়কে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠে ইসলামী বিশ্ববিদ্যালয় বাস্কেট বল দল। পরে সেমিফাইনালে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে হাািরয়ে ফাইনালে উঠে ইসলামী বিশ্ববিদ্যালয়।
এছাড়াও ব্যাডমিন্টনে চ্যাম্পিয়ন এবং টেনিসে রানারআপ হয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়। আন্ত বিশ্ববিদ্যালয় গেমস ২০১৭ ব্যাডমিন্টনে শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঠে ফাইনালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুখোমুখি হয় ইসলামী বিশ্ববিদ্যালয়। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ইসলামী বিশ্ববিদ্যালয়। এর আগে সেমিফাইনালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে হারায় ইসলামী বিশ্ববিদ্যালয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আশকারী , উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা বিশ্ববিদ্যালয়ের বাস্কেটবল, ব্যাডমিন্টন এবং টেনিস খোলোয়াড়দের অভিনন্দন জানিয়েছেন।
সানবিডি/ইবি/তারিক/এসএস