ইভানকা ট্রাম্পের সম্পদ কত?
প্রকাশ: ২০১৭-০৪-০২ ১১:৪২:০৬
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় মেয়ে ইভানকা ট্রাম্পের বর্তমান সম্পদের পরিমাণ পাঁচ কোটি ডলার। গত বৃহস্পতিবার তিনি সরকারি পদ ও পদবি লাভ করেছেন। এখন থেকে তিনি প্রেসিডেন্টের সহকারী উপদেষ্টা হিসেবে হোয়াইট হাউসে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করবেন।
গতকাল শুক্রবার হোয়াইট হাউস থেকে প্রকাশিত ট্রাম্প প্রশাসনের উপদেষ্টাদের আর্থিক বিবরণীর নথি প্রকাশিত হয়েছে।
আর্থিক বিবরণীরতে দেখা যায়, ট্রাম্প তনয়ার বর্তমান সম্পদের পরিমাণ পাঁচ কোটি ডলার। এছাড়া ট্রাম্পের আন্তর্জাতিক হোটেল ব্যবসায় ইভানকার শেয়ারের পরিমাণ ৫০ লাখ থেকে আড়াই কোটি ডলার। ইভানকা ট্রাম্পের ব্যক্তিগত ফ্যাশন ব্র্যান্ডের ব্যবসাও রয়েছে।
ইভানকার স্বামী জ্যারেড কুশনার অনেক আগেই ট্রাম্প প্রশাসনের সঙ্গে যুক্ত হয়ে হোয়াইট হাউসে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেছেন।
আর্থিক বিবরণীর নথিতে দেখা যায়, ইভানকা ট্রাম্প ও তার স্বামী জ্যারেড কুশনারের মোট সম্পদের পরিমাণ ২৪ কোটি থেকে ৭৪ কোটি ডলার। এছাড়া আন্তর্জাতিক হোটেল ব্যবসায় তাদের শেয়ারের মোট মূল্যমান ১০ লাখ থেকে ৫০ লাখ ডলার।
হোয়াইট হাউস জানায়, শুক্রবার প্রকাশিত হওয়া আর্থিক বিবরণীর নথিতে ট্রাম্পের উপদেষ্টাদের যে আর্থিক বিবরণী প্রকাশ করা হয়েছে, এই সম্পদের হিসাব হচ্ছে, যেদিন থেকে তারা সরকারি পদে যোগ দেন, ওই দিন পর্যন্ত তাদের মোট সম্পদের পরিমাণ।
ইভানকার স্বামী জ্যারেড কুশনার ট্রাম্প প্রশাসনে অনেক আগেই সম্পৃক্ত হয়েছেন। স্বামীর পাশিাপাশি প্রেসিডেন্টের সহকারী উপদেষ্টা হিসেবে ইভানকাও হোয়াইট হাউসে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করবেন এখন। তবে এজন্য কোনো বেতন পাবেন না তিনি। কারণ, ডোনাল্ড ট্রাম্প ইভানকাকে অবৈতনিক সহকারী হিসেবে নিয়োগ দিয়েছেন।
হোয়াইট হাউসের জ্যেষ্ঠ কর্মকর্তাদের এই আর্থিক বিবরণী চেয়েছে এথিকস রেগুলেশন। এই আর্থিক বিবরণী অনলাইনেও প্রকাশ করেছে দেশটির গণমাধ্যম।
অন্যদিকে, ইভানকার স্বামী জ্যারেড কুশনারের ৫৪ পৃষ্ঠার আর্থিক বিবরণীতে দেখা গেছে, ২৬৭টি কোম্পানিতে পদস্থ কর্মকর্তা হিসেবে আছেন কুশনার। এখন অবশ্য তিনি অনেকগুলোতেই কোনো পদে নেই। ৩৬ বছর বয়সী জ্যারেড কুশনার ট্রাম্পের পররাষ্ট্রনীতিবিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টার দায়িত্ব পালন করছেন। সূত্র : বিবিসি।