ট্রলার ডুবি: আরো ৫ জনের লাশ উদ্ধার
প্রকাশ: ২০১৭-০৪-০৩ ১০:১৪:০৬
নারায়ণগঞ্জে মেঘনা নদীতে ট্রলার ডুবির ঘটনায় আরো ৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৬ জন। পুলিশের তালিকা অনুযায়ী এখনো নিখোঁজ রয়েছেন ২ জন।
পুলিশ জানায়, সোমবার সকালে নদীতে লাশ ভেসে উঠতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ৫ জনের লাশ উদ্ধার করে। ইতোমধ্যে মৃতদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার ৮০ থেকে ৯০ জন যাত্রী নিয়ে ঢাকার রামপুরা থেকে চাঁদপুরের মতলবে একটি মেলায় যাচ্ছিল ট্রলারটি। পথে সোনারগাঁওয়ের চর কিশোরগঞ্জে মেঘনা নদীর প্রবল স্রোতে ডুবে যায় ট্রলারটি। সাঁতরে অনেকে তীরে উঠতে পারলেও নিখোঁজ হন অন্তত ১৮ জন।