মঙ্গলবার সংবাদ সম্মেলন খালেদার

প্রকাশ: ২০১৭-০৪-০৩ ১০:৩২:১৭


khaledaসংবাদ সম্মেলন ডেকেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রোববার রাত ৯টা ২০মিনিটে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শুরু হয়।

জানা যায়, এই বৈঠকেই আগামীকাল মঙ্গলবার সংবাদ সম্মেলনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে বিএনপির বক্তব্য উপস্থাপন করবেন খালেদা জিয়া।

বৈঠকে জঙ্গি ও সন্ত্রাসবাদ, প্রধানমন্ত্রীর আসন্ন ভারত সফর ও সম্ভাব্য প্রতিরক্ষা চুক্তি বা সমঝোতা স্মারক সইসহ জাতীয় নানা ইস্যু নিয়ে আলোচনা হয়।

গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠকে অংশ নেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, তরিকুল ইসলাম, লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রমুখ।