ইংল্যান্ড ও নরওয়ে প্রতিনিধি দলের সঙ্গে খালেদার বৈঠক আজ
প্রকাশ: ২০১৭-০৪-০৩ ১২:১৫:১৪
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবে নরওয়ে ও ইংল্যান্ডের সংসদীয় প্রতিনিধিদল। আজ সোমবার পৃথক সময়ে দুটি প্রতিনিধিদলের সদস্যরা সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে তার গুলশান কার্যালয়ে সাক্ষাৎ করবেন।
বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের গণমাধ্যম শাখার কর্মকর্তা শায়রুল কবির খান ও শামসুদ্দিন দিদার এ বিষয়টি যমুনা নিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
তারা জানান, আজ বিকেল সাড়ে ৫টায় নরওয়ের সংসদীয় প্রতিনিধিদল খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবে।
এ ছাড়া রাত সাড়ে ৯টায় ব্রিটিশ পার্লামেন্টের প্রতিনিধিদল সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবে।
খালেদা জিয়ার সঙ্গে নরওয়ে ও ব্রিটিশ পার্লামেন্টের প্রতিনিধিরা কী আলোচনা করবেন, তা জানাতে পারেননি মিডিয়া উইংয়ের এই দুই কর্মকর্তা।