ময়মনসিংহে ঘেরাওয়ের পর ‘জঙ্গি আস্তানা’ থেকে আটক ৭

প্রকাশ: ২০১৭-০৪-০৩ ১৪:৪৮:৫৬


Policeজঙ্গি সন্দেহে ময়মনসিংহ শহরের কালিবাড়ি সোহাগ পার্টি সেন্টারের বিপরীতে একটি দু’তলা বাড়ি ঘেরাও করে রাখার পর সেখান থেকে ৭ জনকে আটক করা হয়েছে।  সোমবার দুপুরে জিহাদি বই ও ইলেকট্রনিক্স সামগ্রীসহ তাদের আটক করা হয়।

এর আগে, সোমবার দুপুরে ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডিশনাল এসপি) মোহাম্মদ নূরে আলম জঙ্গি আস্তানা ঘেরাও করে রাখার তথ্য নিশ্চিত করে। তিনি তখন বলেন, পর্যবেক্ষণের পর বাড়িটি ঘেরাও করে রাখা হয়েছে। কিছুক্ষণের মধ্যে অভিযান পরিচালিত হবে।