জামাতাকে ইরাক পাঠালেন ট্রাম্প
প্রকাশ: ২০১৭-০৪-০৩ ১৬:২২:২৪
জামাতা ও শীর্ষ উপদেষ্টা জেরাড কুশনারকে মধ্যপ্রাচ্য বিষয়ক শান্তি দূতের দায়িত্ব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি অঘোষিত সফরে মার্কিন জয়েন্ট চিফস অব স্টাফ জোসেফ ডানফোর্ডের সঙ্গে ইরাকে পৌঁছেছেন কুশনার।
ট্রাম্প প্রশাসনের উদ্ধৃতি দিয়ে মার্কিন সংবাদমাধ্যম রবিবার এ খবর প্রকাশ করেছে। মধ্যপ্রাচ্য বিষয়ক শান্তি দূতের দায়িত্ব পাওয়ার পর এটাই কুশনারের প্রথম ইরাক সফর। তার ইরাক সফরের বিস্তারিত এখনো জানা যায়নি।
গত ২০ মার্চ হোয়াইট হাউজে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেন ইরাকি প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি। ওই সময় আবাদি জানান, সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেটের বিরুদ্ধে লড়াইয়ে তিনি আমেরিকার সমর্থন পেয়েছেন।