ফারইস্ট ফাইন্যান্সের বোর্ড সভা স্থগিত
প্রকাশ: ২০১৭-০৪-০৪ ১১:০৪:৩৩
পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। পরে বোর্ড সভার তারিখ জানিয়ে দেওয়া হবে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা আজ সোমবার বিকেল সাড়ে ৩টায় হওয়ার কথা ছিল। যেখানে ৩১ ডিসেম্বর ২০১৬ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার কথা। একই সঙ্গে কোম্পানির শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা আসতে পারে বলেও জানানো হয়।