আইপিইউ সম্মেলনে দেশীয় পেপার কাপের প্রতি বিদেশীদের আগ্রহ

আপডেট: ২০১৭-০৪-০৪ ১৪:১৩:৩৯


Paper.Cupঢাকায় শুরু হয়েছে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) ১৩৬তম সম্মেলন। বৃহৎ সম্মেলনে যোগ দিয়েছেন বিশ্বের ১৩১টি দেশের সংসদ সদস্য, স্পিকার, ডেপুটি স্পিকার ও নারী পার্লামেন্টারিয়ানসহ ১ হাজার ৩৪৮ জন প্রতিনিধি। সম্মেলনের পাশাপাশি প্রদর্শিত হচ্ছে দেশীয় পণ্যসহ বাঙালি জাতির নানান ঐতিহ্য ও সংস্কৃতি।

বিশ্বের আইনপ্রণেতাদের শীর্ষ এই সংগঠনের সম্মেলনের স্বাগতিক দেশ বাংলাদেশের উদ্যোক্তাদের তৈরি পণ্য বিদেশি অতিথিদের মনজয় করছে। এসব পণ্যের মধ্যে অন্যতম পরিবেশবান্ধব পেপার কাপ ও প্লেটের প্রতি অতিথিদের আগ্রহের কোন কমতি নেই। পাঁচদিন ব্যাপি এ সম্মেলনে অন্যান্য পণ্যের সঙ্গে প্রদর্শিত হচ্ছে দেশের পেপার কাপ উৎপাদনকারী শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান কেপিসি ইন্ডাষ্ট্রিজের পণ্য।

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রদর্শস্থল ঘুরে দেখা যায়, দেশীয় তৈরি পণ্যের ষ্টলগুলোতে বিদেশি সংসদ সদস্যসহ প্রতিনিধিদের ভিড়। পরিবেশবান্ধব পেপার কাপ ও প্লেটের প্রতি তাদের বাড়তি আগ্রহ। দর্শনার্থীদের সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে পণ্যের উদ্যোক্ত ও কপিসি ইন্ডাষ্ট্রিজের স্বত্তাধিকারী কাজী সাজেদুর রহমান।

কথা হয় তরুণ এই উদ্যোক্তার সঙ্গে। পরিবেশবান্ধব পণ্যকে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও পরিচিতি করতে সরকার পণ্যটিকে পছন্দ করেছে দাবি করে তিনি বলেন, আমাদের পরিবেশবান্ধব পেপার কাপ ও পেপার প্লেট বিদেশি অতিথিদের আকৃষ্ট করছে।

তরণ উদ্যোক্তা ও সকল ব্যবসায়ী কাজী সাজেদুর রহমান ‘জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার-২০১৬’ পেয়েছেন। এছাড়াও বাণিজ্য মন্ত্রণালয় সহ কয়েকটি ব্যবসায়ী সংগঠন থেকে একাধিক পুরষ্কার পেয়ছেন তিনি।

সাজেদুর রহমান আরো বলেন, পরিবেশবান্ধব পণ্য উৎপাদন করে পরিবেশ রক্ষার পাশাপাশি দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চাই। পরিবেশবান্ধব পণ্যের মাধ্যমে বিশ্ব দরবারে বাংলাদেশকে পরিচিতি করতে সর্বদা কাজ করে যাচ্ছি।

উল্লেখ্য, গণতান্ত্রিক দেশগুলোকে নিয়ে গঠিত সবচেয়ে বড় সংস্থা আইপিইউ। সংস্থাটি সংসদীয় গণতান্ত্রিক দেশগুলোর গণতন্ত্র,সুশাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় কাজ করে থাকে। বাংলাদেশ ১৯৭২ সালে এ সংস্থার সদস্য পদ লাভ করে। বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী  ১৩৬তম আইপিইউ সম্মেলনে সভাপতিত্ব করছেন। বুধবার এ সম্মেলনের পর্দা নামবে।

সানবিডি/ঢাকা/এসএস