আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান মাতাবেন যেসব বলিউড তারকা
আপডেট: ২০১৭-০৪-০৪ ১৭:৫৮:২৭
আইপিএল-এর আগের নয়টি সিজনের চোখ ধাঁধানো উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করতে দেখা গেছে বলিউডের একনম্বর তারকাদের। আইপিএল-এর মঞ্চে এর আগে পারফর্ম করেছেন শাহরুখ খান, হৃত্বিক রোশন, প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পা়ডুকোনের মতো তারকারা। তবে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে শুরু থেকেই রয়েছে চমক। আইপিএল চেয়ারম্যান রাজীব শুক্লা জানিয়েছেন, এবার আইপিএল-এর ৮টি হোস্ট শহরে আটটি উদ্বোধনী অনুষ্ঠান হবে। অর্থাৎ সেই সব শহরের উদ্বোধনী ম্যাচের আগে স্টেজ পারফর্ম করবেন বলিউডের তরুণ ব্রিগেড পরীনীতি চোপড়া, টাইগার শ্রফ, শ্রদ্ধা কাপুরের মতো তারকারা। বলিউডের এই তারকারা পারফর্ম করবেন দিল্লি, কলকাতা, হায়দরাবাদ, গুজরাট, মু্ম্বাই, পুণে, বেঙ্গালুরু এবং রাজকোট। যা শুরু হচ্ছে আগামীকাল হায়দরাবাদে উদ্বোধনী ম্যাচে আগে।
বুধবার বাংলাদেশ সময় তিনটায় শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান। এখানে স্টেজে দেখা যাবে শচীন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড়, সৌরভ গাঙ্গুলি, বীরেন্দ্র শেবাগ, ভিবিএস লহ্মণের মতো সাবেক তারকা ক্রিকেটারদের। এখনও স্পষ্ট জানা না গেলেও পারফর্ম করতে পারেন টাইগার শ্রফ ও শ্রদ্ধা কাপুর। বলিউড মহলে গুঞ্জন, স্টেজ মাতাতে দেখা যেতে পারে হৃতিক রোশনেরও। এছাড়া নাচের জাদু দেখাবেন অ্যামি জ্যাকসন।
এদিকে, রীতেশ দেশমুখ তাঁর শিল্প দেখাবেন পুণে রাইসিং সুপারজায়েন্টের ভক্তদের জন্য। দিল্লি ক্রিকেট অ্যাসোসিয়েশনের এক প্রবীণ কর্মকর্তার দাবি, পরিনীতি পারফর্ম করবেন দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে। ১৫ এপ্রিল কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে দিল্লি ডেয়ারডেভিলসের উদ্বোধনী ম্যাচের আগে।
ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের কর্মকর্তার দাবি, কলকাতা নাইট রাইডার্সের হয়ে ইডেন গার্ডেনস মাতাতে আসছেন শ্রাদ্ধা কাপু এবং মোনালি ঠাকুর। তবে কেকেআর-এর মালিক শাহরুখ খানের ঝলকও দেখতে পারে ইডেনের দর্শকেরা উদ্বোধনী অনুষ্ঠানের দিন। এবিষয়ে নিশ্চিত করে কেউ কিছু না বললেও, বাদশার পক্ষে সবই সম্ভব, দাবি সিএবি-র এক কর্মকর্তার।
এদিকে গুজরাট লায়ন্স-এর হয়ে তাঁর স্টান্ট দেখাবেন জ্যাকি পুত্র টাইগার শ্রফ। রাজকোটে সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের স্টেডিয়াম দেখতে পাবে টাইগারের পারফর্ম্যান্সের ঝলক।
তবে মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন এবং কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশনের হাতে এখনও উদ্বোধনী অনুষ্ঠান সংক্রান্ত ব্লু-প্রিন্ট এসে পৌঁছয়নি। এদিকে পাঞ্চাব ক্রিকেট অ্যাসোসিয়েশনের কর্তাব্যক্তিদের দাবি, তাঁরা উদ্বোধনী অনুষ্ঠান সম্পর্কে কিছুই জানেন না, মধ্যপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের কর্তাদেরও একই মত পাঞ্চাব ক্রিকেট কর্তাদের মতো।
সানবিডি/ঢাকা/এসএস