সিলেটে ‘বোমা হামলাকারী’ নাজিমের বোন নিখোঁজ
প্রকাশ: ২০১৭-০৪-০৫ ১১:১৪:৩০
সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকার আতিয়া মহলে অভিযান চলাকালে বোমা হামলার ঘটনা ঘটে। ওই হামলায় নিহত হন সাত জন। পুলিশের ভাষ্য অনুযায়ী, ওই হামলা করেছেন আশরাফুল আলম নাজিম। তার বাড়ি নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার কুমারঘরিয়া গ্রামে।
নাজিম মৌলভীবাজার পৌরসভার বড়হাটে পুলিশের অভিযানে নিহত হন। এই নাজিমের বোন গত এক মাস ধরে নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন তার মা মনোয়ারা বেগম।
মঙ্গলবার নাজিমের লাশ শনাক্ত করতে মৌলভীবাজার আসেন মনোয়ারা বেগম। বিকেলে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি জানান, তার মেয়ে নাজমা আক্তার গত এক মাস ধরে নিখোঁজ রয়েছে। নাজমা ঢাকায় একটি মাদরাসায় পড়ালেখা করতো বলে দাবি করেছেন মনোয়ারা। এদিকে, নাজিমের লাশ শনাক্ত করলেও তা গ্রহণ করতে অস্বীকৃতি জানান মনোয়ারা বেগম।
প্রসঙ্গত, গত মঙ্গলবার দিবাগত রাতে মৌলভীবাজারের বড়হাট ও নাসিরপুরে দুই জঙ্গি আস্তানার সন্ধান পেয়ে অভিযান চালায় পুলিশ। পরে পুলিশের সঙ্গে যোগ দেয় সোয়াত, র্যাব, ফায়ার সার্ভিস, আর্মড পুলিশ ব্যাটালিয়ন, সিটিসিসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বুধবার বিকেলে ঢাকা থেকে আসা সোয়াত দল প্রথমে নাসিরপুরের আস্তানায় অভিযান চালায়। কিন্তু বৈরী আবহাওয়ার কারণে ওই দিন অপারেশন সমাপ্ত করতে পারেনি তারা। পরদিন বৃহস্পতিবার দিনভর অভিযান চালিয়ে সফল হয় সোয়াত।
পুলিশের ভাষ্য অনুযায়ী, অভিযানের সময় আত্মঘাতী বিস্ফোরণ ঘটিয়ে নিহত হয় নারী-শিশুসহ সাত জন। এরপর শুক্রবার সকালেই বড়হাটের আস্তানায় অপারেশন ম্যাক্সিমাস নামের আরেকটি অভিযান শুরু হয়। সেখানেও আত্মঘাতী বিস্ফোরণে তিন জনের মৃত্যু হয়।