ভালবাসার টানে ব্রাজিল থেকে বাংলাদেশে হাজির প্রেমিকা
প্রকাশ: ২০১৭-০৪-০৫ ১৪:৩১:৩৭
প্রেমের টানে মানুষ চাইলে সবকিছু করতে পারে, সেটা আবারো প্রমাণ করে দেখালেন ব্রাজিলিয়ান এই নারী। ভালবাসার মানুষকে দেখতে সুদর ব্রাজিল থেকে উড়ে এসেছেন বাংলাদেশের রাজবাড়িতে।
পরিচয় পর্বটা হয়েছিল অনলাইন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। সেটা আরো বছর দেড়েক আগে। ঐ নারীর নাম জেইসা ওলিভেরিয়া সিলভা। ব্রাজিল থেকে বাংলাদেশের রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলায় প্রেমিক সঞ্জয়ের কাছে ছুটে এসেছেন প্রেমিকা সিলভা।
গত ৩ এপ্রিল ভোরে ব্রাজিল থেকে বের হয়ে রাত ১০টায় ঢাকায় এসে পৌঁছান জেইসা ওলিভেরিয়া সিলভা। বিমানবন্দরে অপেক্ষা করছিলেন প্রেমিক সঞ্জয়। জেইসা ওলিভেরিয়া সিলভা ঢাকায় পৌঁছানোর পর রাতে দুজন বালিয়াকান্দি পৌঁছান। সঞ্জয়ের বাড়ি উপজেলার জামালপুর গ্রামে।
সঞ্জয় শ্যামলী পরিবহনের ঢাকা-কলকাতা সার্ভিসের কর্মী। তিনি বলেন, ফেসবুকের মাধ্যমে ব্রাজিলের জেইসা ওলিভেরিয়া সিলভার সঙ্গে আমার পরিচয় হয় দেড় বছর আগে। এরপরই জেইসা বাংলাদেশে আসার আগ্রহ প্রকাশ করে। সেই আগ্রহ থেকে তার বাংলাদেশে আসা।
শেষ খবর হলো, বিয়ের ব্যাপারে সঞ্জয়ের কোন আপত্তি নেই বলেও জানা গেছে। স্থানীয় প্রশাসন থেকে সব রকমের নিরাপত্তাজনিত ব্যবস্থা করা হয়েছে।