শেখ হাসিনার সম্মানে ডিনারে যোগ দিতে দিল্লি যাচ্ছেন মমতা
প্রকাশ: ২০১৭-০৪-০৫ ১৫:৫৫:১৬
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মানে দেয়া ডিনারে যোগ দিতে দিল্লি যাচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আগামী ৭ এপ্রিল কলকাতা থেকে দিল্লি যাচ্ছেন মমতা। এদিকে ওই দিনই ভারত সফরে যাচ্ছেন শেখ হাসিনা।
পরদিন ৮ এপ্রিল হাসিনার সম্মানে রাষ্ট্রপতি ভবনে ভারতীয় রাষ্টপতি প্রণব মুখার্জির দেয়া ডিনারে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য ভারতের রাষ্ট্রপতি ভবনের পক্ষ থেকে আগেই আমন্ত্রণ পেয়েছিলেন মমতা।
এরপর প্রণব মুখার্জি নিজে মমতাকে ফোন করে বিশেষভাবে অনুরোধ জানান ওই ডিনারে আসার জন্য। কিন্তু ওই ডিনারে তিনি থাকবেন কি না, তা নিয়ে মুখ্যমন্ত্রীর তরফে ‘হ্যাঁ’ কিংবা ‘না’ কোনোটাই বলা হয়নি।
বুধবার নবান্নের মুখ্যমন্ত্রীর সচিবালয় থেকে জানানো হয়েছে, মমতা ব্যানার্জি আগামী ৭ এপ্রিল দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ওইদিনই দিল্লি পোঁছবেন। রাষ্ট্রপতির দেওয়া লাঞ্চ ও ডিনারে মুখ্যমন্ত্রী যোগ দেবেন।