বাংলাদেশের সম্ভাব্য একাদশ
প্রকাশ: ২০১৭-০৪-০৬ ১২:৪১:৪০
মাশরাফি বিন মর্তুজার টি-টোয়েন্টি ক্যারিয়ারের শেষ ম্যাচ আজ। এদিন বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়াম লঙ্কানদের মুখোমুখি হবে টাইগাররা। একদিকে সিরিজে পিছিয়ে থেকে মাঠে নামা, অন্যদিকে মাশরাফির বিদায়ী ম্যাচ। সতীর্থকে কে বা চায় না জয় দিয়ে বিদায় জানাতে। আর সেক্ষেত্রে নামটা মাশরাফি বলে আরও বড় হয়ে দাঁড়াচ্ছে। এজন্য পণ করেই আজ মাঠে নামবেন টাইগাররা। তেমনটায় জানিয়েছেন ক্রিকেটাররা।
এছাড়া আজ জিতলেই তিন ফরম্যাটের কোনো সিরিজেই হার ছাড়া শ্রীলঙ্কা ত্যাগ করতে পারবে বাংলাদেশ। তাই জয়ের সব চেষ্টায় করবে টিম-ম্যানেজমেন্টও। সেক্ষেত্রে আজ একাদশে একটি পরিবর্তন আসতে পারে। আবার গত ম্যাচের একাদশ দেখা যেতে পারে। অভিষিক্ত মো. সাইফুদ্দিন প্রথম ম্যাচে খারাপ করেনি। সেক্ষেত্রে তার খেলার সম্ভাবনা বেশি। তবে তাসকিনের বলে লঙ্কানরা সুবিধা পাওয়ায় দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশ দলে একটি পরিবর্তন আসলেও আসতে পারে। আর তা হলে তাসকিনের জায়গায় দেখা যেতে পারে মেহেদি হাসান মিরাজকে।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ :
১. তামিম ইকবাল
২. সৌম্য সরকার
৩. সাব্বির রহমান
৪. মুশফিকুর রহিম
৫. সাকিব আল হাসান
৬. মোসাদ্দেক হোসেন
৭. মাহমুদউল্লাহ রিয়াদ
৮. মাশরাফি বিন মুর্তজা
৯. মো. সাইফুদ্দিন
১০. মুস্তাফিজুর রহমান
১১. তাসকিন আহমেদ/মিরাজ।