এদের কাজ কিমের কামনা মেটানো
প্রকাশ: ২০১৭-০৪-০৬ ১৫:৫১:৪২
উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন তার ব্যক্তিগত হারেমের নারীদের জন্য গত বছর ২.৭ মিলিয়ন পাউন্ড খরচ করেছেন। যা ২০১৫-র তুলনায় প্রায় দ্বিগুণ। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান এ খবর প্রকাশ করেছে।
কিম জং উনের ব্যক্তিগত হারেমের পোশাকী নাম ‘প্লেজার স্কোয়াড’ বা ‘সেকশন ফাইভ’। উত্তর কোরিয়ার স্কুলগুলো থেকে ১৩ বছর বয়সী মেয়েদের ওই স্কোয়াডের জন্য ধরে আনা হয়। সবচেয়ে সুন্দরী মেয়েদের কিম নিজের হারেমে এনে রাখেন। ওই স্কোয়াডের সদস্যদের কাজ কিম ও তার ঘনিষ্ঠ অনুচরদের যৌনাকাঙ্ক্ষা মেটানো।
এসব মেয়েরা কখনই পরিবার কিংবা অন্য কারও কাছে এ নিপীড়ন নিয়ে মুখ খুলতে পারেন না। সেটি করতে গেলেই তাদের জীবন হুমকির মুখ পড়ে বলে দাবি করেছে দ্য সান। এসব মেয়েদের প্রত্যেককেই নিয়মিত কুমারীত্বের পরীক্ষা দিতে হয়।
কমিউনিস্ট দেশ উত্তর কোরিয়ার প্রায় ২৫ মিলিয়ন মানুষ বছরে মাত্র এক হাজার পাউন্ডেই জীবনযাত্রার ব্যয় মেটাতে বাধ্য হন। অথচ ইউরোপ থেকে চকোলেট, শ্যাম্পেন, বিয়ার আমদানির পিছনে লক্ষ লক্ষ পাউন্ড খরচ করেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট।